ইউটিউবারদের জন্য সুখবর - ইউটিউবে এলো দারুণ ফিচার!
ইউটিউবারদের জন্য সুখবর - ইউটিউবে এলো দারুণ ফিচার!
ইউটিউবারদের জন্য দারুণ নতুন আপডেট নিয়ে এসেছে ইউটিউব। ইউটিউব এমন একটি ফিচারের পরীক্ষা করছে, যা ক্রিয়েটরদেরকে ভয়েসের মাধ্যমে কমেন্টের উত্তর দেওয়ার সুযোগ করে দেবে।
যদি আপনি টেস্ট গ্রুপের একজন ক্রিয়েটর হন (ফিচারটি শুধুমাত্র iOS-এ উপলব্ধ) এবং এটি ব্যবহার করতে চান, তাহলে –
1️⃣ YouTube অ্যাপের মাধ্যমে আপনার যেকোনো ভিডিওতে যান।
2️⃣ যেই কমেন্টের উত্তর দিতে চান, তা খুঁজে বের করুন।
3️⃣ 'Reply' অপশনে ট্যাপ করুন।
4️⃣ সাউন্ড ওয়েভ আইকনে (🔊) ট্যাপ করুন।
5️⃣ ভয়েস রিপ্লাই রেকর্ড করুন।
6️⃣ এটি কমেন্ট হিসেবে পোস্ট করুন।
পরীক্ষামূলক পর্যায়ে, শুধুমাত্র টেস্ট গ্রুপের ক্রিয়েটররাই তাদের নিজস্ব চ্যানেলে ভয়েস রিপ্লাই দিতে পারবেন, তবে সব দর্শক এবং ক্রিয়েটররা এই কমেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন।
আমরা আশা করি, এই ভয়েস রিপ্লাই ফিচার ক্রিয়েটর ও তাদের দর্শকদের মধ্যে আরও অর্থবহ সম্পর্ক তৈরি করতে সহায়তা করবে! আরও বিস্তারিত বুঝতে উপরের ভিডিওটি দেখুন।
আরও জানুন -
⎯ AUTHOR ⎯
is a Bangladeshi Nasheed singer, songwriter,
composer, YouTuber, vlogger, travel filmmaker,
and one of the most popular technology-based
content creators in Bangladesh.
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন