ইউটিউব ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিতে প্রতারকদের অভিনব কৌশল
ইউটিউব ব্যবহারকারীদের তথ্য চুরি করতে প্রতারকদের অভিনব কৌশল
ইদানিং ইউটিউব ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করছে একদল প্রতারক ও হ্যাকার/স্ক্যামার। ব্যবহারকারীদের ও কনটেন্ট ক্রিয়েটরদের ধোঁকা দিয়ে বোকা বানাতে প্রথমে ইউটিউবের অফিশিয়াল ই-মেইল ঠিকানার মতোই তৈরি ঠিকানা থেকে ইউটিউবের নামে একটি লিংকযুক্ত ভুয়া ই-মেইল পাঠায় তারা। ইউটিউবের অফিশিয়াল ই-মেইল ঠিকানার সঙ্গে মিল থাকায় অনেকেই প্রতারকদের পাঠানো ই-মেইলটি ইউটিউবের পাঠানো ভেবে লিংকটিতে ক্লিক করে বিভিন্ন তথ্য জমা দেন বা বিভিন্ন সাইটে প্রবেশ করেন। যার ফলে, তথ্যগুলো লিখলেই সেগুলো চলে যায় প্রতারকদের দখলে এবং সাসপিশাস সাইটে প্রবেশ করলে ঘটতে পারে সাইবার হামলা। বিষয়টি জানার পর ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।
ইউটিউবের সূত্র ধরে জানা যায়, প্রতারকদের পাঠানো ই-মেইলে থাকা লিংকে ক্লিক করলে ব্যবহারকারীরা ইউটিউবের একটি ভিডিও দেখতে পান। ভিডিওর বিবরণে আরেকটি লিংকে ক্লিক করতে বলা হয়। সেখানে ক্লিক করলে পাসওয়ার্ড সুরক্ষিত ডকসাইন পেজে প্রবেশ করেন ব্যবহারকারীরা। প্রতারকদের লক্ষ্য হলো ব্যবহারকারীদের ওই কোড ব্যবহার করে একটি ক্ষতিকর ফাইল ডাউনলোড করানো। একবার ফাইলটি চালু হলে আক্রান্ত যন্ত্র থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে প্রতারকেরা। গত বছরের ডিসেম্বরে একই ধরনের প্রতারণার ঘটনা ঘটেছিল। তখন কয়েকটি ক্লিকের মাধ্যমেই অনেক ইউটিউব নির্মাতা তাঁদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।
ব্যবহারকারীদের ও কনটেন্ট নির্মাতাদের সতর্ক করে ইউটিউব জানিয়েছে, অনলাইনে নিরাপদ থাকতে সব সময় সতর্ক থাকা জরুরি। তাই ইউটিউবের নামে পাঠানো সন্দেহজনক ই-মেইল বা লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। প্রয়োজনে পাঠানো তথ্য নিয়ে ইউটিউব এর অফিসিয়াল কোনও ব্লগ পোস্ট আছে কিনা সে গুলো ও খতিয়ে দেখতে হবে। এ ধরনের প্রতারণামূলক ই-মেইল পেলে ইউটিউবের অফিশিয়াল সহায়তা কেন্দ্রে অভিযোগ করতে হবে। ব্যবহারকারীরা চাইলে ইউটিউবের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ইউটিউবের সর্বশেষ তথ্য জানতে পারবেন। তাই সতর্ক থেকে সোশ্যাল প্ল্যাটফর্ম পরিচালনার পরামর্শ প্রযুক্তিবিদদের।
আরও জানুন -
⎯ AUTHOR ⎯
is a Bangladeshi Nasheed singer, songwriter,
composer, YouTuber, vlogger, travel filmmaker,
and one of the most popular technology-based
content creators in Bangladesh.
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন