Header Ads

এ আই দিয়ে ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট লিখলে হতে পারে যে সমস্যা

এ আই দিয়ে ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট লিখলে হতে পারে যেসব সমস্যা (ভিডিও)

এ আই আসার পর থেকে আমরা আমাদের জীবনের প্রয়োজনীয় নানান কাজ এ আই বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করে থাকি। কিন্তু এ আই ব্যবহার করে ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট লিখলে ঘটতে পারে বিশাল সমস্যা। সম্প্রতি দেশের জনপ্রিয় ইউটিউব চ্যানেল টেক আনলিমিটেড এর একটি ভিডিওতে উঠে এসে এসেছে এর কিছু মারাত্মক ক্ষতিকারক দিক, যা আপনার তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের ইউটিউব চ্যানেল কে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে।

উপরের ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে নিচে সংক্ষেপে দেওয়া হলো:

সমস্যাগুলো-
১। এ আই আপনার নির্দিষ্ট অডিয়েন্স বিহেভিয়র বোঝে না।
২। আপনার কনটেন্ট স্টাইল জানেনা।
৩। আপনার চ্যানেল নিস যথাযথভাবে বোঝে না।
৪। অনেক সময় ভুল তথ্য সরবরাহ করে।

করণীয়-
# সঠিকভাবে প্রম্প্ট লিখা শিখতে হবে।
# নিজের স্ক্রিপ্ট নিজের লিখার অভ্যাস করা।
# আউটলাইন নিজে তৈরি করে এ আই থেকে আইডিয়া নিতে পারে।

আরও বিস্তারিত জানতে উপরের ভিডিওটি দেখুন।

আরও জানুন -




AUTHOR

SAIFUR RAHMAN AZIM                

is a Bangladeshi Nasheed singer, songwriter, 

composer, YouTuber, vlogger, travel filmmaker,

and one of the most popular technology-based

content creators in Bangladesh.



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.