ইউটিউবে নিয়মিত না? 🥺 YouTube Community Guideline - Part 6: Additional Policies🔒
ইউটিউবে নিয়মিত না? 🥺 YouTube Community Guideline - Part 6: Additional Policies🔒
অতিরিক্ত নীতি
নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সংক্রান্ত নীতি
সাধারণভাবে ব্যবহারকারীরা YouTube কমিউনিটির সক্রিয় সদস্য হবেন বলে আশা করা হয়। কোনও অ্যাকাউন্ট দীর্ঘ দিন ধরে ব্যবহার করা না হলে, YouTube বিজ্ঞপ্তি দিয়ে না জানিয়েই সেটি বন্ধ করে দিতে পারে। এগুলিকে নিষ্ক্রিয়তা হিসেবে বিবেচনা করা হতে পারে:
- গত ৬ মাসে সাইটে লগ-ইন না করা
- কখনও ভিডিও কন্টেন্ট আপলোড না করা
- কোনও ভিডিও বা চ্যানেল সক্রিয়ভাবে না দেখা বা সেগুলির উপর মন্তব্য না করা
পরিষেবার শর্তাবলী লঙ্ঘনের ব্যাপারে উৎসাহ দেওয়া
ইউটিউবের পরিষেবার শর্তাবলী লঙ্ঘন করার ব্যাপারে অন্য ব্যবহারকারীদের উৎসাহ দিয়ে কন্টেন্ট পোস্ট করলে সেই কন্টেন্ট সরিয়ে দেওয়া, আপনার অ্যাকাউন্টের উপর পেনাল্টি আরোপ করা এবং কিছু ক্ষেত্রে সেটি বন্ধ করে দেওয়া হতে পারে।
আগে সরিয়ে দেওয়া কন্টেন্ট অথবা যে ক্রিয়েটরের উপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে তার কন্টেন্ট পোস্ট করা
ইউটিউবের পরিষেবার শর্তাবলী লঙ্ঘন করেছে বলে আগেই সরিয়ে দেওয়া হয়েছে এমন কন্টেন্ট অথবা আমাদের শর্তাবলী অনুযায়ী বর্তমানে যে ক্রিয়েটরের উপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে তার কন্টেন্ট পোস্ট করা হলে সেটি সরিয়ে দেওয়া, আপনার অ্যাকাউন্টের উপর পেনাল্টি আরোপ করা এবং কিছু ক্ষেত্রে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে।
Google প্রোডাক্ট ব্যবহারের জন্য প্রয়োজনীয় বয়স
আপনার বয়স YouTube ব্যবহারের উপযুক্ত বলে মনে না হলে, আমরা আপনাকে বয়স কনফার্ম করতে বলতে পারি। এখান থেকে আপনি এই প্রসেস সম্পর্কে আরও জানতে পারবেন।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন