Header Ads

কাঁচা বাদামেই বাজিমাত? - Kacha Badam Issue || Content Creators Are Making Big Mistakes

কাঁচা বাদামেই বাজিমাত? - Kacha Badam Issue || Content Creators Are Making Big Mistakes


Kacha Badam is a trending or viral topic nowadays. Whatever, some creators are doing mistakes with this kind of popular topic when comes to platforms. In this video, I'll disclose the disadvantages of miss-use of the trends and "kacha badam" like viral topics to cover on your channel to get viral.


কাঁচা বাদামেই বাজিমাত?
আমার কাছে নাইগো বুবু কোনো বাদাম! সত্যিই আমার কাছে কোনও বাদাম নেই, কিন্তু এই কাঁচা বাদাম সহ আরও নিত্য নতুন যত ভাইরাল বা ট্রেন্ডিং টপিক কিছুদিন পরপর বের হয় - আর এই টপিকগুলো নিয়ে কনটেন্ট ক্রিয়েটররা ভিডিও বানাতে গিয়ে কিছু মারাত্বক ভুল করে বসে, সেই ভুলগুলোর বিষদ ব্যখ্যা আছে। যেই ভুলের কারণে লং টার্মে সেই ক্রিয়েটরের চ্যানেল বা পেইজ বড় হতে বা গ্রো করতে বাঁধাগ্রস্থ করে।

যদিও শুরুর দিকে এসব ক্যাটাগরির কনটেন্ট দিয়ে ভালো ভিউজ বা সাবস্ক্রাইবার পাওয়া যায়। কিন্তু এর সঠিক ব্যবহার না জানার কারণে উল্টো আরও চ্যানেলের ক্ষতি হয়।

তাই আজকে আমি আপনাদের সাথে এর সমস্যাগুলোর বিষদ বর্ণনা করার চেষ্টা করব, যা উপরের ভিডিওতেও বিস্তারিত বলেছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন। বা নিচের আর্টিক্যালটিও পড়লে বুঝে যাবেন।

👉 Giving Inappropriate Placement of Content Niche
যখন কোন ভাইরাল টপিক চলে আসে বা কোন ট্রেন্ডিং টপিকস' চলে আসে তখন ইউটিউব বা ফেসবুক কনটেন্ট ক্রিকেটারদের মাথা পাজেল হয়ে যায়, যে কখন তারা এই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করে তাদের চ্যানেলে আপলোড করবে যাতে করে রাতারাতি ইউটিউবে বা ফেসবুকে গ্রো করতে পারে।

কিন্তু যখনই একজন কনটেন্ট ক্রিয়েটর এসব জিনিস নিয়ে ভাবতে যায় তখন তারা কিছু ভুল করে ফেলে যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে ভাইরাল টপিকটি কি,  তার কনটেন্ট ক্যাটাগরি রিলেটেড কিনা তা বিবেচনা না করেই  ভিডিও আপলোড করে।


যেটা তার নিশ ব্রেক করে অথবা তার ভিডিও ক্যাটাগরি কে ভেঙে ফেলে। এতে তার দর্শক অডিয়েন্স বিভ্রান্ত হয় এবং তার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে, এছাড়াও রয়েছে আরও কিছু মারাত্মক সমস্যা, যার কারণে ভবিষ্যতে তার চ্যানেল আস্তে আস্তে ডাউন হয়ে থাকে।

👉 Getting Unwante Dead Subscribers
অনেকেই এখন আমাকে ভুল বুঝতে পারেন, যে সাবস্ক্রাইবার আবার ডেড হয় কিভাবে? সাবস্ক্রাইবার তো চ্যানেলের জন্য আশীর্বাদ স্বরূপ, তাহলে সাবস্ক্রাইবার কেন মৃত হবে?

জি আপনি ঠিকই শুনেছেন!
সাবস্ক্রাইবার চ্যানেলের জন্য আশীর্বাদ, কিন্তু যখন আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরি ব্রেক করে হঠাৎ করে কোন এমন কোন ভাইরাল টপিক বা ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও তৈরি করছেন, যেটার সাথে আপনার চ্যানেলের ক্যাটাগরির, ভিডিও ক্যাটাগরির কোনো সম্পর্কই নেই, তখন কিন্তু আপনার চ্যানেলে আনওয়ান্টেড সাবস্ক্রাইবার আসবে। যাদের আদৌ আপনার চ্যানেলের পূর্বের ভিডিও বা ভবিষ্যৎ ভিডিও দেখার কোন প্রয়োজন নেই, তারপরও কিন্তু সে সেই ট্রেন্ডিং বা ভাইরাল ভিডিওটার জন্য আপনাকে সাবস্ক্রাইব করবে এবং সে অলরেডি কিন্তু একজন মৃত সাবস্ক্রাইবার আপনার চ্যানেলের জন্য।


তার কারণ হচ্ছে আপনার চ্যানেলের অন্য ভিডিও তার কোন প্রয়োজন নেই, আপনার ওই ভাইরাল ভিডিওর পরে, আপনি যে সমস্ত আপনার চ্যানেলের ভিডিও ক্যাটাগরি অনুযায়ী ভিডিওগুলো ছাড়বেন সেই ভিডিওটি তারা আর দেখবে না এবং তার কারণেই কিন্তু এই সাবস্ক্রাইবারদেরকে আমরা মৃত সাবস্ক্রাইবার বলছি। আর না দেখলে আস্তে আস্তে আপনার ভিডিও দেখে বা ভিডিওতে সাবস্ক্রাইবার তুলনায় ভিউজ কম দেখে আপনি ডিমোটিভেট হবেন এবং আস্তে আস্তে আপনার চ্যানেলকে আপনি ডাউনের দিকে নিয়ে যাবেন।

 

👉 Coming Unwanted Bad Impressions

ইম্প্রেশন সব সময় চ্যানেলের জন্য অনেক বেশি আশীর্বাদ, সাবস্ক্রাইবারের চাইতেও বেশি, কারণ কেউ আপনাকে সাবস্ক্রাইব করুক আর না করুক আপনার ভিডিওর ইম্প্রেশন যদি তার কাছে যায়, তাহলে কিন্তু সে আপনার ভিডিওটা দেখার একটা সুযোগ থাকে এবং আপনার ভিডিওটা দেখলে সে আপনাকে সাবস্ক্রাইব করুন বা না করুক আপনার যদি মনিটাইজেশন থাকে আপনি কিন্তু সেখান থেকে টাকা আয় করতে পারবেন।



তাহলে ইম্প্রেশন কে আমরা কেন খারাপ ইম্প্রেশন বলছি বা ব্যাড ইম্প্রেশন বলছি?

কারণ হচ্ছে আপনি যখন আপনার চ্যানেলের ক্যাটাগরির বাইরে একটা ভিডিও ভাইরাল টপিক এর একটা কনটেন্ট আপনার চ্যানেলে আপলোড করবেন, তখন কিন্তু ওই ভিডিওর টপিক রিলেটেড কীওয়ার্ড লিখে সার্চ করে আপনার ভিডিওটা যারা পাবে তাদের কাছে কিন্তু আপনি একটা আনওয়ান্টেড খারাপ ইম্প্রেশন পাবেন যার ফলে, আপনার এই ভাইরাল টপিকের ভিডিও টা ভালো ভিউজ পেলেও, আপনার পরবর্তী ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন কিন্তু তাদের কাছে আবার আপনার ইম্প্রেশন যাবে কিন্তু আপনার সেই ভিডিওটা ৯০% লোকেরাই আর দেখবে না। কারণ আপনার চ্যানেল ক্যাটাগরি রিলেটেড ভিডিও তাদের দেখা দরকার নেই। তাদের দরকার ছিল সেই ভাইরাল টপিকের ভিডিওটি। যার ফলে আপনার সিটিআর বা আপনার click-through rate অনেক কমে যাবে, যার কারণে কিন্তু আস্তে আস্তে আপনার ভিডিওগুলো ডাউনে যাবে এবং আপনার চ্যানেলের ইনকাম, আপানার চ্যানেলের ভিউজ, আপনার চ্যানেলের রীচ সবকিছু আস্তে আস্তে কমতে থাকবে।


 

  👉 Reason To Be Dipressed Over Future Audience Engagement

উপরোক্ত কারণে, আপনার ভিডিওটি ভাইরাল টপিকে হওয়ার কারণে সেখান থেকে ভালো ভিউজ পেলে আপনি কিন্তু সেখান থেকে ভালো একটা সাবস্ক্রাইবারের সংখ্যাও পাবেন। যার ফলে আপনি নতুন ভিডিও আপলোড করার পর আপনার নতুন ভিডিওতে তাদের প্রয়োজন না থাকার কারণে, তারা দেখবে না এবং আপনার চ্যানেলের অডিয়েন্স এনগেজমেন্ট ভিউজ ওয়াচ টাইম এগুলো কিন্তু কম থাকবে এবং আস্তে আস্তে আপনি সেগুলো দেখে ডি মোটিভেট হবেন এবং আপনার অডিয়েন্স এংগেজমেন্ট কম থাকলে আপনার কিন্তু চ্যানেলের রিচও আস্তে আস্তে কমতে থাকবে এবং ইউটিউব অ্যালগরিদম যদি বুঝতে পারে যে আপনার পরবর্তী কোনো ভিডিওই আপনার সাবস্ক্রাইবারের আর প্রয়োজন নেই কারণ একাধারে আপনি যদি খারাপ ভিডিও আপলোড করেন, আপনি যতই ভালো ভিডিও আপলোড করে না কেন আপনার যখন অডিয়েন্স এঙ্গেজমেন্ট খারাপ তখন কিন্তু ইউটিউব এর কাছে একটা খারাপ মেসেজ যাচ্ছে যে, আপনার পরবর্তী ভিডিওগুলো আপনার দর্শকের কোন প্রয়োজন নেই ফলে আপনি ইউটিউবে রোবটের কাছে একজন লো কন্টেন ক্রিয়েটর হয়ে যাচ্ছেন, আপনার চ্যানেলকে যার ফলে ইউটিউব আর খুব বেশি অটোপ্রমোশন করবে না এবং সেখান থেকে আপনি খুব ভালো কিছু করতে পারবেন না।


সুতরাং, পরবর্তীতে কোন ভাইরাল বা ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে, সেটা কাঁচা বাদাম বা যেকোন কিছুই হোক না কেন, অবশ্যই আগে পর্যবেক্ষণ করবেন যে, ঐ ভিডিও টপিক আপনার চ্যানেলের সাথে যায় কিনা। আপনার চ্যানেলের ক্যাটাগরির সাথে ভিডিও ক্যাটাগরি সাথে কোন না কোনভাবে সম্পর্কিত কিনা। যদি হয় তাহলে অবশ্যই আপনি ভিডিও তৈরি করতে পারেন কারন এটা অবশ্যই আমি মানতে বাধ্য আমরা সবাই মানতে বাধ্য যে,   ভাইরাল টপিক, ট্রেন্ডিং কনটেন্ট বা ইউনিক কনটেন্ট সব সময়ই ভালো। কিন্তু এটার অবশ্যই যথোপযুক্ত ব্যবহার জানতে হবে। হুট হাট আপলোড করলেই কিন্তু ভালো নয়, বরং মন্দ ফলে পরিপূর্ণ হয়ে যাবেন।


সো সাবধান!

ভালো থাকবেন।


লিখেছেন -

সাইফুর রহমান আজীম
প্রতিষ্ঠাতা: টেক আনলিমিটেড

⭐For any help please join: http://facebook.com/groups/TechUnlimitedBD

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.