Header Ads

YouTube Custom URL পেতে কি কি প্রয়োজন? | Custom URL Eligibility for YouTube Channel

  


কাস্টম ইউ আর এল গুরুত্ব নিশ্চয়ই যদি আপনি একজন আধুনিক প্রযুক্তি ব্যবহারকারী হয়ে থাকেন তবে আর বুঝিয়ে বলতে হবে না। সব সোশ্যাল মিডিয়ার যেমন রয়েছে কাস্টম ইউআরএল বা ইউজারনেম ঠিক তেমনি রয়েছে ইউটিউব চ্যানেলের।

তবে ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল নিতে আপনার চ্যানেলের কিছু ক্রাইটেরিয়া ফিলাপ থাকতে হবে, তাহলেই আপনার চ্যানেল কাস্টম ইউ আর এল এর জন্য এলিজেবল হবে বা যোগ্য হবে।


কাস্টম ইউ আর এল এর পেতে চ্যানেলের যোগ্যতা:

আপনার চ্যানেলের জন্য একটি কাস্টম URL তৈরি করতে, আপনার অ্যাকাউন্টের প্রয়োজন-

  • 100 বা তার বেশি সাবস্ক্রাইবার থাকতে হবে।
  • চ্যানেলের বয়স কমপক্ষে 30 দিন হতে হবে।
  • প্রোফাইল ফটো আপলোড করা থাকতে হবে।
  • (চ্যানেল আর্ট) ব্যানার ফটো আপলোড করা থাকতে হবে।
বিঃ দ্রষ্টব্য: YouTube যে কোনো সময় কাস্টম URL পরিবর্তন, পুনঃদাবি বা অপসারণ করার অধিকার সংরক্ষণ করে। উদাহরণস্বরূপ, ইউটিউব একটি কাস্টম URL পুনরায় দাবি করতে পারে যা একটি মুছে ফেলা Google অ্যাকাউন্টের সাথে যুক্ত ছিল৷

কাস্টম ইউ আর এল আপনি পরিবর্তন করতে পারবেন। তবে সেটা প্রতি বছরে একটি চ্যানেলের পক্ষে সর্বোচ্চ ৩ বার পরিবর্তন করা সম্ভব।

আশা করছি আপনারা কাস্টম ইউ আর এল পেতে কি কি প্রয়োজন সেই সম্পর্কে সব কিছু জানতে পেরেছেন। এছাড়াও কাস্টম ইউ আর এল সম্পর্কে আরও অনেক অজানা কিছু জানতে পেরেছেন।

কিভাবে কাস্টম ইউ আর এল আপনারা চ্যানেলে সেট করবেন মোবাইল ফোন ব্যবহার করেই সে সম্পর্কে আমাদের টেক আনলিমিটেড চ্যানেলে একটি সুন্দর ভিডিও আছে নিচে লিংক দেওয়া আছে দেখে নিতে পারেন।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.