ইউটিউবের নতুন ৩ টি আপডেট - YouTube 3 New Updates 2021🔥
ইউটিউব সব সময়ই নিত্য নতুন সব আপডেট নিয়ে আসে। সে আপডেটগুলোর মধ্যে কিছু আপডেট ইউটিউবারদের জন্য ভালো আবার কিছু আপডেট ভিজিটরদের জন্য ভালো। তবে মাঝে মাঝে কিছু নাখোশ হওয়ার মতো আপডেটও ইউটিউবারদের জন্য আসে। যদিও সেটা ইউটিউব প্ল্যাটফর্মের ভালোর জন্যই নিয়ে আসা হয়।
তবে এখানে আমি যে ৩টি নতুন আপডেট এর কথা বলছি, সেটা ইউটিউবারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাদের কাজ সহজ করে দেবার মতো। আর কিছু আছে যেটা আপনি একজন ইউটিউবার হলে অবশ্যই জানতে হবে।
আপনি যদি আর্টিক্যাল পড়ে আপডেটগুলো জানা থেকে ভিডিও দেখে জানতে বেশি পছন্দ করেন, তাহলে নিচের ভিডিওটি থেকে আপনি পুরো বিষয়টি সম্পুর্ণ ক্লিয়ার হতে পারেন।
তারপরও, এখানে আমি যারা লিখা পড়ে বেশি বুঝতে অভ্যস্থ তাদের জন্য শর্ট করে লিখে গেলাম:
আপডেট-০১: আপনি আগে ফলো করবেন ইউটিউবে ভিডিওর কমেন্ট সেকশনে, শুধু রিসেন্ট কমেন্টস্ ও টপ কমেন্টস্ ছিল, কিন্তু এখন আপনি এইখানে আরো একটি নতুন যুক্ত পাবেন সেটা হচ্ছে (Timed) টাইমড্ কমেন্টস। এটা দিয়ে আপনি চাইলে সময় নির্ধারণ করে কমেন্ট দেখতে পারবেন এবং রিপ্লাই দিতে পারবেন। আরো কাজে লাগাতে পারবেন এবং আপনার কমেন্ট সেকশনে আপনি আরো দুর্দান্তভাবে নিজেকে অ্যাক্টিভ করতে পারবেন আপনার সুযোগ সুবিধা মত সবকিছু করতে পারবেন।
আরও জানুন: কপিরাইট ফ্রি ভিডিও / ছবি কোথায় পাবো? ইউটিউবের জন্য?
আপডেট-০২: এই আপডেটটা খুবই মজার, এখন থেকে আপনাকে আর ইউটিউবে আপনি কোন অবস্থায় পৌঁছেছেন বা কোন অবস্থানে আছেন সেটা বোঝার জন্য বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতে হবে না। আপনার সাবস্ক্রাইবার কত হলে কি করতে পারবেন, কী কী ফিচারস পাবেন এবং আপনার চ্যানেল থেকে আপনি নতুন কি পেতে যাচ্ছেন এই বিষয়গুলো জানতে এখন আর আপনাকে গুগল সার্চ করতে হবে না বা কোন ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে হবে না আপনি সরাসরি কার্ড আকারে আপনার ইউটিউবে ড্যাশবোর্ডে কিন্তু দেখতে পারবেন যে আপনার কি কি আছে এবং সেটার পরিপ্রেক্ষিতে আপনি কি কি পেতে যাচ্ছেন নতুন করে কি কি ফিচার পাবেন সবকিছু এখান থেকে দেখতে পারবেন।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন