Header Ads

How to Post Photo on YouTube - Get More VIEWS!

 


In this video, I'm going to share with you guys a smart audience interaction system by upload photos on youtube. If you want to know how to post a picture on youtube and get more views by it or when you can post an image on youtube, what is the eligible time to get the community tab and recommended picture size for a youtube photo post? Please stay to the end of this video and get a surprising thing to make your channel more into success. Watch and Get More VIEWS by posting photos on youtube! Thanks for watching and Don't forget to SUBSCRIBE!!

আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউটিউব এ কিভাবে আপনারা একটি ছবি পোস্ট করতে পারবেন এবং ছবির পোস্ট এর মাধ্যমেও আকর্ষণীয়ভাবে আপনার চ্যানেলে আপনি আরো নতুন দর্শকের ভিউজ নিয়ে আসতে পারেন যেটা আপনার চ্যানেলকে গ্রো করতে অনেকটাই সহায়তা করবে।

তবে ইউটিউবে পোস্ট করতে গেলে আপনি যখন একটি ছবি পোস্ট করবেন তখন অবশ্যই আপনার চ্যানেলটা ছবি পোস্ট করার জন্য ইলিজিবল কিনা সেটা আপনাকে জানতে হবে। তাই এই ভিডিওতে অথবা এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করছ, কিভাবে আপনারা কখন কোন সময় একটি ছবি ইউটিউবে পোস্ট করতে পারবেন ছবির সাইজ টা কেমন হওয়া উচিত, কেননা সাইজ যদি ঠিক না হয় তাহলে সঠিক দর্শকের কাছে সঠিক ভাবে দেখা যাবে না। সেজন্য ছবির সাইজ কেমন হবে এবং ছবিটা কখন আপনি আপলোড করতে পারবেন কিভাবে আপলোড করবেন সেটা জানতে হলে আমাদের সঙ্গে অবশ্যই শেষ পর্যন্ত থাকুন আর যদি আপনি ভিডিও দেখে অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে উপরের লিঙ্কে দেয়া ভিডিওটি অবশ্যই দেখে নিন সেখানে আরও বিস্তারিত ভাবে আপনাদেরকে জানানো হয়েছে।


ছবির সাইজ কেমন হওয়া উচিত?
আসপেক্ট রেশিও 2:5 এবং 5:2 হতে হবে। স্কয়ার সাইজ যেটা আপনি ফটোশপে গিয়ে বা যেকোনো মোবাইল অ্যাপ থেকে 1080x1080 Pixels এর স্কয়ার ফটো সাইজ করে নিলেই হবে।

ইউটিউবে কিভাবে ছবি পোস্ট  করবেন?
ছবি পোস্ট করার জন্য ইউটিউব অ্যাপে চলে যাবেন ইউটিউব অ্যাপ এ

গিয়ে ক্রিয়েট আইকনে যেতে হবে যেখান থেকে আপনি ভিডিও আপলোড করবেন। ক্রিয়েট আইকনে এসে প্রথমে আপনি আপলোডের ভিডিও, তারপরে গো লাইভ, তারপরে আপনার ক্রিয়েট পোস্টে ক্লিক করতে যেতে হবে।




তারপর সরাসরি আপনি ইমেজ আইকন এ ক্লিক করে যে কোন একটা ছবি আপনার গ্যালারি থেকে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে আপনি চাইলে উপরে কিছু লিখে




তারপরে জাস্ট পোস্ট আইকনে ক্লিক করে আপনি পোস্ট করতে পারবেন এছাড়াও আপনি আইকনে ক্লিক করে আপনার পোষ্ট টাকে শেষ করতে পারবেন।

এছাড়াও আপনার যদি কমিউনিটি ট্যাবে এই পোস্ট করার অপশন টা না থাকে তাহলে সে ক্ষেত্রে, আপনার চ্যানেলটা কখন এই কমিউনিটিতে পাওয়ার জন্য ইলিজিবল হবে সেটা জানার জন্য নিচের লেখাগুলো ফলো করুন অথবা ভিডিওটি দেখুন 🠟


কমিউনিটি ট্যাব পাওয়ার জন্য আপনার চ্যানেলের যোগ্যতা:
এক হাজারেরও বেশি সাবস্ক্রাইব সহ ক্রিয়েটরদের কমিউনিটি পোস্টে অ্যাক্সেস রয়েছে। ১ হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করার পরে কমিউনিটি ট্যাবটি পেতে এক সপ্তাহ সময় লাগবে। সম্প্রদায় ট্যাবটি অন্যান্য চ্যানেলের কাছেও উপলব্ধ থাকতে পারে যেহেতু ইউটিউব এই বৈশিষ্ট্যটির পরীক্ষা চালিয়ে যাচ্ছে।

যদি আপনার চ্যানেলটি কমিউনিটি ট্যাবের জন্য যোগ্য হয়, তারপরও আপনি এটি আপনার চ্যানেলে দেখতে না পান, চ্যানেল কাস্টমাইজ করুন। কমিউনিটি ট্যাবটি দৃশ্যমান হওয়ার জন্য কাস্টম লেআউটটিকে সক্ষম করতে হবে।

যদি আপনার চ্যানেলের শ্রোতা বাচ্চাদের জন্য তৈরি হিসাবে সেট করা থাকে তবে, সম্প্রদায় ট্যাব বৈশিষ্ট্যের অংশগুলি সময়ের সাথে সাথে চলে যাবে। এর মধ্যে পোস্ট তৈরি বা দেখার ক্ষমতা অন্তর্ভুক্ত থাকতে পারে।

কিভাবে ছবি পোস্ট করে বেশী ভিউ পাবেন:
আপনি যদি প্রতিদিন, আপনার কমিউনিটি ট্যাব থেকে একটি করে ছবি পোস্ট করে সেখানে আপনার আগের ভিডিও বা নতুন ভিডিওর লিংক দিয়ে দেন, তাহলে দর্শক সেটা আবার ক্লিক করে সেই ভিডিওটা দেখার পসিবিলিটি আছে। এতে করে আপনার ইমপ্রেশন বাড়বে এবং সাবস্ক্রাইবার ও ভিউজ বাড়বে।


এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করুন উপরের ভিডিওর লিংক থেকে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন অথবা ভিডিও মেকিং গাইডলাইন সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন টি অন করে রাখুন ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য এবং আশা করছি আমাদের ভিডিও থেকে আপনি উপকৃত হয়েছেন। আর অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন, পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবসক্রাইব করবেন। আমাদের ব্লগ টি পড়ার জন্য ও আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.