Header Ads

ইউটিউব ভিডিওর জন্য কপিরাইট ফ্রি মিউজক কোথায় পাবেন?

 


How to Download Copyright Free Music in Mobile for YouTube Video

Royalty-free music for videos is really important on youtube. If you make content for youtube, you should understand the copyright policy on youtube about your content as well as your music, even background music also. If you do not practice copyright-free music on your videos on youtube, you can get copyright claims or strike on your channel for using copyright videos from other platforms. In this video, I'm going to show you, How to Download Copyright Free Music on Mobile for YouTube Video. Thanks for Watching and Don't forget to SUBSCRIBE!


ইউটিউব ভিডিওতে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা আপনি যদি আপনার ভিডিওতে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার না করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা যদি কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার না করা থাকে, আপনার ভিডিওতে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার না করার কারণে, কপিরাইট উনার বা এই মিউজিক এর মালিক, সে কিন্তু চাইলে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেইম করতে পারবেন এবং কপিরাইট ক্লেইম করলে, আপনার চ্যানেলটাতে কপিরাইট স্ট্রাইকও আসতে পারে।


www.techunlimitedbd.com



কপিরাইট ফ্রি মিউজিক কি?

আপনি আপনার ভিডিওতে যে মিউজিক গুলো ব্যবহার করছেন, সেই মিউজিক গুলো যদি কারো স্বত্বাধিকারী না হয়ে থাকে আর স্বত্বাধিকারী হয়ে থাকলেও সেটা যেন কপিরাইট ফ্রি হয় সেটা ব্যবহার করার কারণে সে কোন ধরনের ক্লইম বা কোন ধরনের মামলা মোকদ্দমা আপনার বিরুদ্ধে অনলাইনে না করে তাহলে সে ক্ষেত্রে আপনি যেই মিউজিকটা ব্যবহার করতে পারবেন সেটাই হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক। আর যদি সেই মিউজিকের ওনার আপনি সেই মিউজিকটা টাকা দিয়ে না কিনার কারণে ফ্রিতে ব্যবহার করার কারণে, আপনার বিরুদ্ধে অনলাইনে ক্লেইম করে অথবা কপিরাইট আইনে আপনার চ্যানেলকে স্ট্রাইক দিতে চায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল ক্ষতিগ্রস্থ হবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটাই হচ্ছে সাধারণত কপিরাইট বা কপিরাইট ফ্রি মিউজিক এর ব্যাপার।  


আর আপনি অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে হবে, যদি আপনি নিজের মিউজিক ব্যবহার করেন তাহলে আর সে ক্ষেত্রে কোন প্রবলেম নেই, বাট অন্যের মিউজিক ব্যবহার করতে গেলে যদি আপনি ফ্রি মিউজিক ব্যবহার না করেন, তাহলে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসার পথেই আছে বা কপিরাইট ক্লেইম বা স্ট্রাইক আসার পসিবিলিটি আছে।





প্রথম স্ট্রাইক এ কি হবে?

প্রথমবার আপনার চ্যানেলে যদি কোন স্ট্রাইক আসে তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেলে আপলোড করা পোস্ট করা এবং আপনার চ্যানেলে কোন রকম এডিটিং করা এক সপ্তাহের জন্য বন্ধ করে দেয়া হবে। এবং 90 দিন পর্যন্ত এই স্ট্রাইকটি আপনার চ্যানেলে থাকবে, 90 দিন পরে অটোমেটিকলি আপনার চ্যানেল থেকে একটি চলে যাবে যদি আপনার চরণে কোন ধরনের কপিরাইট কনটেন্ট না থাকে।


দ্বিতীয় স্ট্রাইক এ কি হবে?

প্রথম স্ট্রাইক আসার পর 90 দিনের মধ্যে আপনি যদি দ্বিতীয়বারের মতো আরো একটি কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খান তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেলের 15 দিনের কার্যক্রম বন্ধ করে দেয়া হবে 15 দিন পর্যন্ত বা দুই সপ্তাহ পর্যন্ত আপনার চ্যানেলে আপনি কোন প্রকারের ভিডিও আপলোড করতে পারবেন না কমিউনিটি ট্যাবে কোন পোস্ট করতে পারবেন না এবং আপনি চাইলে আপনার কোন ভিডিও এডিটর করতে পারবেন না। 90 দিন পর্যন্ত এই স্ট্রাইকটি আপনার চ্যানেলে থাকবে, 90 দিন পরে অটোমেটিকলি আপনার চ্যানেল থেকে একটি চলে যাবে যদি আপনার চরণে কোন ধরনের কপিরাইট কনটেন্ট না থাকে।




তৃতীয় এ কি হবে?

আপনি যদি প্রথম বার স্ট্রাইক এবং দ্বিতীয়বার স্ট্রাইক খাওয়ার পর তৃতীয়বারের মতো স্ট্রাইক যদি সেই নব্বই দিনের মধ্যে আপনার চ্যানেলে চলে আসে; তার মানে তিন মাসের মধ্যে যদি আপনার চেনেলের একই সাথে তিনটায় স্ট্রাইক চলে আসে, তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেল টি কিন্তু ইউটিউব থেকে ইউটিউব কর্তৃপক্ষ ডিলিট করে দিবে বা টার্মিনেট করে দিবে অথবা ডিজেবল করে দিবে। যেটা সত্যিকারার্থে কখনোই আপনি কামনা করছেন না, তাই অবশ্যই আপনাকে বুঝতে হবে যেন আপনার চ্যানেলে কোন প্রকারের কনটেন্টে, কোন ধরনের কপিরাইট এলিমেন্টস না থাকে। সেটা ভিডিও হোক অথবা মিউজিক।


আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার ভিডিওতে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করাটা কতটুকু গুরুত্বপূর্ণ। উপরে ভিডিওতে আমি খুবই সুন্দর ভাবে আপনাদের সাথে বিস্তারিত এক্সপ্লেইন করেছি, কপিরাইট ফ্রি মিউজিক আপনারা কোথা থেকে শুধুমাত্র আপনার হাতে থাকা মুঠোফোন ব্যবহার করে কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে পারবেন, যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে ওই ভিডিও থেকে আপনারা একদম আজীবনের জন্য কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করার সিস্টেমটা জেনে যাবেন। সুতরাং অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ইউটিউব মার্কেটিং সম্পর্কে পরবর্তীতে আপনি আরো অনেক ধরনের ভিডিও পেয়ে যান ধন্যবাদ আমাদের আর্টিকেলটি পড়ার জন্য।


⭐For any help please join: http://facebook.com/groups/TechUnlimitedBD
🔗MY OTHERS CHANNELS: https://youtube.com/srazimofficial


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.