ইউটিউব চ্যানেলের ব্যানার নিয়ে যত সমস্যা ও সমাধান
ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করে সুন্দর করে প্রফেশনাল লুক দিয়ে ইউটিউব চ্যানেল আর্ট, ব্যানার বা কভার এর জুড়ি নেই। ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করা নিয়ে অনেকে অনেক সমস্যায় ভোগেন, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন ভাইয়া কিভাবে আপনি আপনার চ্যানেলের ব্যানারটা সেট করেছেন। সেট করা নিয়ে অনেকেই বলেছেন ভাইয়া আমরা যখন ব্যানার সেট করছি তখন কম্পিউটারে ঠিক ভাবে দেখা গেলেও, মোবাইলে অথবা ট্যাবলেট ডিভাইস ভালোভাবে দেখা যাচ্ছে না আমাদের লেখা কেটে যাচ্ছে সমস্ত সমস্যার সমাধানই আজকের এই পোস্টে আপনাদের সাথে আমি শেয়ার করব।
আপনাদের সুবিধার্থে নিচে আমি আমাদের চ্যানেলের ব্যানারের ছবি পোস্ট করলাম :
উপরের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন: 2560 x 1440 Pixel এর একটি ফুল ফ্রেম ছবিতে শুধু মাঝখানে 2560 x 423 Pixel এর জায়গা জুড়ে আমরা আমাদের ব্যানারটার ডিজাইন করেছি যেটা নমুনা আপনাদের বোঝার জন্য নিচে দেওয়া হলো।
উপরে স্পষ্ট দেখতে পাচ্ছেন; আমরা একই ভাবে আমাদের ছবিতে 2560 x 423 Pixel এর একটি ইমেজ নিয়েছি বা ব্যাকগ্রাউন্ড নিয়েছি। সেখানে আবার নতুন আরও একটি র্যাক্ট্যাঙ্গেল কালার বক্স নিয়েছি যেটার সাইজ 2560 x 423 Pixel। আপনি এই 2560 x 423 Pixel এর পুরো বক্স জুড়ে যা লিখবেন তা কম্পিউটারে ভিজিবল হলেও ট্যাবলেট বা মোবাইলে কিন্তু কেটে যাবে।
আপনি যদি আপনার ব্যানার টাকে ট্যাবলেটে ভালো করে ভিজিবল করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যানারের সাইজ আপনি যেটা 2560 x 423 Pixel নিয়েছেন সেই ব্যানারের মাঝখানে আবার 1855 x 423 Pixel দিয়ে আপনাকে আরো একটা রেক্টাঙ্গেল বক্স নিতে হবে যেটা নিয়ে সেটার মাঝখানে আপনি যেই ডিজাইনটা করবেন সেটা আপনার ট্যাবলেট গুলোতে দেখা যাবে।
কিন্তু আপনি ট্যাবলেট এর সাইজ ব্যবহার করলে কম্পিউটার, টিভি বা ট্যাবলেট এ ভালোভাবে দেখা গেলেও মোবাইল স্ক্রীণ এ কিন্তু আপনার ছবির বা ব্যানারের অংশ কাটা পড়বে।
তাই মোবাইলের সাইজ বানাতে চাইলে আপনাকে অবশ্যই আপনার ব্যানারের সাইজ আপনি যেটা 2560 x 423 Pixel নিয়েছেন সেই ব্যানারের মাঝখানে আবার 1855 x 423 Pixel দিয়ে আপনাকে আরো একটা রেক্টাঙ্গেল বক্স নিতে হবে। এরপর আবারও একটা নিতে হবে 1546 x 423 Pixel দিয়ে যেটা উপরেরর ছবিতে আপনারা একদম মাঝখানে দেখতে পাচ্ছেন। সেটাই হচ্ছে মোবাইল ডিভাইসে ভিজিবল সাইজ। আর এই সাইজের মধ্যে আপনি যা রাখবেন তাই আপনার মোবাইল ডিভাইস এর সাথে সাথে, কম্পিউটার, টিভি, ট্যাবলেট ইত্যাদি সব ডিভাইসে দেখা যাবে। তাই মোবাইল ডিভাইজের হিসেব করেই ডিজাইন করা শ্রেয়।
যারা কম্পিউটার থেকে ব্যানার বানাতে পারবেন না। মোবাইল দিয়ে ইউটিউব ব্যানার তৈরী করতে চান তারা নিচের ভিডিওটি দেখুন:
এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করুন উপরের ভিডিওর লিংক থেকে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন অথবা ভিডিও মেকিং গাইডলাইন সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন টি অন করে রাখুন ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য এবং আশা করছি আমাদের ভিডিও থেকে আপনি উপকৃত হয়েছেন। আর অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন, পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবসক্রাইব করবেন। আমাদের ব্লগ টি পড়ার জন্য ও আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন