Header Ads

ইউটিউব চ্যানেলে নাম নিয়ে ভাবছেন? জেনে নিন কিভাবে নির্ধারণ করবেন?

ইউটিউব চ্যানেলে নাম নিয়ে ভাবছেন? কিভাবে নির্ধারণ করবেন?

যে বিষয়গুলো না জানলেই নয় - Selection of Successful YouTube Channel Name in 2021

ইউটিউবে জনপ্রিয় হওয়ার জন্য, একটি ভালো দূরদর্শী চিন্তাশীল চ্যানেলের নাম নেওয়া খুব গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক-শ্রোতা! টেক আনলিমিটেড থেকে সাইফুর রহমান আজীম, আশা করছি আপনার স্বপ্নের ইউটিউব চ্যানেলে আপনি দূর্দান্ত কাজ করে যাচ্ছেন। আজকে, আমি আপনাকে একটি সফল ইউটিউব চ্যানেলের নাম নির্বাচন করার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি এবং জিনিসগুলি সম্পর্কে অবগত করব। আপনি যদি উল্লেখিত বিষয়গুলো মনোযোগ সহকারে অনুসরণ করেন, তবে একটি নাম একটি জনপ্রিয় ব্র্যান্ডে পরিনত হতে পারে। দৃষ্টি আকর্ষণ করছি: আজকের এই বিষয়টি মিস করা ও নিচের ভিডিওতে থাকা বিষয়গুলো না জানাটা ভবিষ্যতে আপনার চ্যানেলটি চালাতে প্রচুর সমস্যা ত্রুটির মুখোমুখি হওয়ার কারণ হতে পারে। পুরো বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হতে শেষ অবদি পড়ুন এবং আরও বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখতে ভুলবেন না।

পৃথিবীর যত বড় বড় ব্র্যান্ড বা কোম্পানীর নাম রয়েছে সেই সবগুলোর মানুষের সবসময় একটা এক্সট্রা আকর্ষণ কাজ করে। অনেকেই বলে থাকেন যে, এই কোম্পানী তো নামের কারনে উঠে গেলো। আসলে কি তাই?

সত্যিকার অর্থেই একটা নাম অনেক প্রভাব ফেলে একটি মানুষ, একটি শহর বা একটি প্রতিষ্ঠানের। তাহলে চ্যানেলের ক্ষেত্রে কেনো না?


চলুন তাহলে জেনে নেয়া যাক-

ইউটিউব চ্যানেলের নাম কতটা গুরুত্বপূর্ণ:
অনলাইনে আপনি যে কোন কিছুরই উদ্ভাবক হন না কেনো; প্রথমেই আপনাকে সৃজনশীল ইউনিক একটি নাম চয়েজ করতে হবে। এমন একটি নাম যেটা মানুষের সহজে ব্রেইনে আটকে থাকে। যে নামটার সাথে মানুষ আগে থেকে পরিচিত কিন্তু আপনি নতুন করে যেনো নামে একটা পানির সেচ দিলেন, যা কারনে নামটা আরও সতেজ জনপ্রিয় হয়ে উঠলো।


তবে! অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যখন আপনি একটি ইউটিউব চ্যানেল খুলছেন, তখন সেই চ্যানেলের কার্যক্রমের সাথে যেনো নামটাও সমঞ্জস্যপূর্ণ হয় আর যদি পারেন তাহলে একটু Keyword Research করে আপনি যে রিলেটেড কনটেন্ট তৈরী করবেন সেই রিলেটেড হাই সার্চ ভলিওমের কিওয়ার্ড গুলো থেকে একটি সুন্দর, সহজ ইউনিক নেইম বেছে নেবেন।

আপনি চাইলে আপনার নিজের নামেও চ্যানেল তৈরী করতে পারেন। তবে অবশ্যই কন্টেন্ট ক্যাটাগরি যেনো ঠিক থাকে, মিশালী না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সবার আগে আপনার নিশের (টপিক) দিকে খেয়াল রেখে কনটেন্ট তৈরী করে যান, এক সময় দেখবেন সফলতা হাতছানি দিচ্ছে।


স্পষ্ট পাঠযোগ্য সহজ:
আপনার চ্যানেলের এমন নাম রাখবেন না যেটা শুধু মাত্র এক শ্রেণীর মানুষ পড়তে পারে বা বুঝতে পারে। যেমন কিছুদিন আগে আমাদের ফেসবুক গ্রুপে একটি পোস্ট পেয়েছিলাম যে, বাংলায় চ্যানেলের নাম নির্ধারণ করলে কি কোন সমস্যা হবে? না! বাংলায় চ্যানেলের নাম নির্ধারণ করলে বা লিখলে কোন সমস্যা নেই। 


কিন্তু এটা মনে রাখবেন একটি ইউটিউব চ্যানেল কিন্তু বিশ^ব্যাপী সুতরাং এমন অনেক মানুষ আছে যারা বাংলা বোঝে কিন্তু পড়তে পারেন না। তাই আমি প্রিফার করব অবশ্যই আপনার চ্যানেলের নামটি ইংরেজীতে লিখুন যাতে সব ভাষার মানুষ সেটা সহজে পড়তে পারে বুঝতে পারে।


সময় নিন:
চ্যানেলের নাম নির্ধার কোন ছোট-খাটো ব্যাপার নয়, একটি সফল চ্যানেলের নামের প্রতি থাকবে সবার দৃষ্টি। তাই হুট হাট একটি ভিডিও দেখে জিমেইল এড্রেস্ খুলে সঙ্গে সঙ্গে একটি নাম দিয়ে চ্যানেল খুলে বা জনপ্রিয় কোন চ্যানেলের নাম দিয়ে ভুল করবেন না যেটার মাসুল আপনাকে পরে দিতে হবে।


অবশ্যই চ্যানেলের নাম নির্ধারণে সময় নিন, তাহাহুড়ো না করে একটু ভাবুন তারপর ইউনিক একটি নাম দিন। আর নির্ধারণ করার আগে অবশ্যই নিচে আপনাদের সাথে নাম নির্ধারণ করার আগে করণী কিছু ব্যপার শেয়ার করেছি যেগুলোকে সতর্কতাও বলতে পারেন; সেগুলো অবশ্যই ফলো করুন।


নাম সিলেক্ট করার পরও আপনার হাতে অপশন আছে:
অবশ্যই আমরা আমাদের প্রত্যেকটি কাজ কখনওই সঠিকভাবে করতে পারব এমনটি নয়। তাই আপনি আপনার চ্যানেলের যে নামটি রেখেছেন, সেটা যদি আপনার চ্যানেলের জন্য আপনার কাছে এপ্রোপ্রিয়েট মনে না হয় তাহলে, চাইলেই আপনি যে কোন সময় আবার আপনার চ্যানেলে নাম পরিবর্তন করতে পারেন।


তবে আমি সব সময় বলি, একটি ব্র্যান্ড বা নাম কে জনপ্রিয়তা দিতে অবশ্যই আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে। সময় দিলে এক সময় অনেক মানুষ আপনার ব্যানারের ছায়াতলে আসবে। যদি আপনার মধ্যে সততা নির্ভরতা থাকে।


ইউটিউব চ্যানেলের নাম নির্ধারণে সতর্কতা:
এবার চলে এলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যে যেটা না জানলেই নয়। একটি চ্যানেল খুলে যেনো পরবর্তীতে আপনাকে চুল ছিড়তে না হয় সেই নামের জন্য সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। চলুন তাহলে জেনে নেয়া যাক চ্যানেলের নাম নির্ধারণের আগে টেকনিক্যাল যে, ব্যাপারগুলো আপনাকে ফলো করতে হবে; আর এগুলো ফলো না করলে পদে পদে আপনাকে সমস্যার সম্মুখিন হতে হবে।


)    দেখে নিন যে নাম আপনি পছন্দ করেছেন, সে নামে অলরেডী কোন জনপ্রিয় চ্যানেল আছে কিনা?

অবশ্যই একটি নাম নির্ধারণ করার পর ইউটিউবে সার্চ করে দেখুন নামে পৃথিবীতে বা ইউটিউবে কোন জনপ্রিয় ইউটিউব চ্যানেল আছে কিনা! যদি আপনার পছন্দ করা নামে আগে থেকেই কোন জনপ্রিয় চ্যানেল থাকে, তাহলে দুঃখিত! জনাব নামটির মায়া আপনাকে ত্যাগ করতে হবে। কারণ নামে চ্যানেল খুলে আর আপনি কোনোদিনও র‌্যাঙ্কে উঠতে পারবেন না। আর আরও সমস্যা আছে যেগুলো একটু পরেই বুঝবেন।

সুতরাং আগে থেকেই জনপ্রিয় চ্যানেলে নামে নাম রেখে চ্যানেল খুলে যদি ইউটিউব থেকে আয়ের স্বপ্ন দেখেন, তাহলে সে স্বপ্ন নিজের হাতে পানি মেরে ভেঙ্গে নতুন করে নামকরণ করুন।

)    অবশ্যই নাম নির্ধারণ এর পর দেখে নিন, সে নামে অলরেডী কোন ভেরিফাইড চ্যানেল আছে কিনা?

নাম নির্ধারণ করার পর ইউটিউবে সার্চ করে দেখুন (প্রয়োজনে ফিল্টার করে চ্যানেল সিলেক্ট করে দেখুন) নামে পৃথিবীতে বা ইউটিউবে কোন ভেরিফাইড (টিক মার্ক পাওয়া) ইউটিউব চ্যানেল আছে কিনা! যদি আপনার পছন্দ করা নামে আগে থেকেই কোন ভেরিফাইড চ্যানেল থাকে, তাহলে আবারও দুঃখিত! এবারও আপনাকে নামের মায়া ত্যাগ করতে হবে, কারন একটি চ্যানেল যখন ইউটিউব+গুগল কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফাইড হয়, তখন সে নামে পৃথিবীর কোনো চ্যানেল আর ভেরিফিকেশন বেজ পেয়ে ভেরিফাইড হবে না, যার কারনে আপনি বঞ্চিত হবেন নানা দিক থেকে। সুতরাং একজন ভেরিফাইড ইউটিউবার হতে চাইলে বা আপনার চ্যানেল কে ইউটিউব গুগল কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফাইড করতে চাইলে ব্যাপারটাও আপনাকে ফলো করতে হবে।

)    চ্যানেলের নাম নির্ধারণ করার পর দেখে নিন নির্ধারিত নামে ইউআরএল ফাঁকা আছে কিনা!


URL (Uniform resource locator) বা ওয়েব ঠিকানা। যেটার মাধ্যমে, একজন গ্রাহক তার কাঙ্খিত ওয়েবপেজ বা ঠিকানায় পৌঁছাতে পারে। আপনি যখন একটি ইউটিউব চ্যানেল খুলবেন তখন, মাস চ্যানেলের বয়স ১০০ সাবস্ক্রাইবার গেইন হবার পর আপনার চ্যানেলের জন্য একটি ইউআরএল এর ক্লেইম করতে পারবেন। যেমন আমাদের টেক আনলিমিটেড এর চ্যানেল ইউআরএল হচ্ছে "www.youtube.com/techunlimitedbd" এটা কাস্টম ইউআরএল (URL) বলে।

এই ইউআরএল আপনি যে নামে নিতে চাচ্ছেন (অ্যাক্সাম্পল - techunlimitedbd) সে নামটা ইউআরএল হিসেবে ফাকা আছে কিনা সেটা আপনি www.youtube.com/ এর পরে আপনার কাঙ্খিত ইউআরএল টা বসিয়ে চেক করে দেখুন এই ইউআরএল দিয়ে অন্য কেই চ্যানেল এর কাস্টম ইউআরএল হিসেবে নিয়ে রাখছে কিনা। যদি নিয়ে রাখে, তাহলে এটা আর আপনি কোনভাবেই নিতে পারবেন না। অন্য কোন নামে ইউআরএল আপনাকে চয়েজ করতে হবে, সেটা যদি আপনার চ্যানেলের নামের সাথে মিল রেখে করা যায় তাহলে এর চেয়ে সোনায় সোহাগা আর কিছুই হতে পারে না।

স্পেশাল টিপস্:
আরও একটি স্পেশাল টিপস্ আপনাদের সাথে শেয়ার করছি। যখন আপনি একটি চ্যানেল তৈরী করবেন তখন উপরোক্ত বিষয়গুলো মেনে চ্যানেলের নাম ইউআরএল নির্ধারণ এর পর চেষ্টা করবেন সকল প্রকার সোস্যাল প্ল্যাটফর্মে সেই নামে, সেই ইউআরএল ব্যবহার করে একটি করে পেইজ/একাউন্ট/আইডি/গ্রæ (যেখানে যেটা দরকার) ক্রিয়েট করে রাখতে যেমন আমাদের চ্যানেলের নাম হচ্ছে Tech Unlimited এবং ইউআরএল বা লিংক হচ্ছে www.youtube.com/techunlimitedbd, আবার ফেসবুক পেজ এর ইউআরএল বা লিংক হচ্ছে www.facebook.com/techunlimitedbd, আবার ফেসবুক গ্রুপের লিংক হচ্ছে www.facebook.com/groups/techunlimitedbd এমনকি আমাদের ওয়েবসাইটটির ঠিকানাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন- www.techunlimitedbd.com এই উদাহরণগুলো দেখে আপনি নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে, নাম নির্ধারণে একটি সঠিক সিদ্ধান্ত আপনার চ্যানেল কে কতটা শক্তিশালী করে দিতে পারে।

তাই আপনিও চেষ্টা করবেন আপনার চ্যানেলের নাম নির্ধারণ করার পর, ট্রাই করবেন সেই একই ইউআরএল দিয়ে সকল সোস্যাল মিডিয়াতে একই ইউআরএল দিয়ে পেজ নিয়ে রাখতে পারেন কিনা, সম্ভব হলে একটি ওয়েবসাইট এর ডোমেইনও যদি ফাকা থাকে তাহলে কিনে রাখবেন। এগুলো ভবিষ্যতে যখন আপনার চ্যানেলটা অনেক বড় হবে তখন অনেক কাজে আসবে।

উপরে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো ফলো করে আপনি যদি একটি চ্যানেলের নাম নির্ধারণ করেন, তাহলে আশা করা যায়, একটি ফলপ্রসু নাম আপনি নির্ধারণ করতে পারবেন এবং যেটা নিয়ে ভবিষ্যতে আপনাকে কোনো সমস্যায়ই পড়তে হবে না।

আশা করছি আজকের পোস্ট থেকে আপনি যথষ্টে উপকৃত হয়েছেন, আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান এবং আমাদের সাথে যুক্ত হতে আমার সকল সোস্যাল মিডিয়ার লিংক নিচে উল্লেখ করা আছে সব জায়গায় যুক্ত হতে পারেন।


ধন্যবাদ
সাইফুর রহমান আজীম
ফাউন্ডার
টেক আনলিমিটেড


Visit Our YouTube Channels

Follow Me on Social Media

Join us on Facebook Groups
 

Our Facebook Pages

Visit My Personal Website




📑 Business Inquiry: techunlimitedbd@gmail.com
Blogger দ্বারা পরিচালিত.