ভিডিও এডিটিং আইফোনে - iMovie - How to Edit Video on iPhone in 2021
VIDEO
আসসালামু আলাইকুম ! টেক আনলিমিটেড থেকে আমি সাইফুর রহমান আজীম। ভিডিও এডিটিংয়ে আমার জনপ্রিয় ভিডিওগুলির প্রতি আপনার ভালবাসা দেখে আমি সত্যিই আনন্দিত ! এবং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ !
ভিডিও এডিটিং টিউটোরিয়াল সহ , আপনারা কেউ কখনও আমার অ্যাডোব প্রিমিয়ার প্রো এডিটিং দেখেছেন , কখনও ক্যাম্টাসিয়া , ওয়ান্ডার শেয়ার ফিলোমোরা দেখেছেন আবার কখনও কাইনমাস্টার মোবাইল ভিডিও সম্পাদনার টিউটোরিয়াল দেখেছেন।
যাইহোক , উপরের ভিডিওতে , আমি আপনাদের জন্য আরও একটি মোবাইল ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে এসেছি , তবে এবার ডিভাইস বা অ্যাপ্লিকেশন সিস্টেমটি অ্যাপল ( আইফোন ) ।
যারা আইফোন ব্যবহার করেন বা আইফোন ব্যবহারকারী তাদের জন্য আজকের পুরো ভিডিওটি। কীভাবে সহজেই আই মুভি দিয়ে আপনার আইফোন থেকে প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারেন তাই বিস্তারিত দেখাবো এবং এর ফিচার্স নিয়ে এই পোস্টে আলোচনা করব।
অবশ্যই , শেষ অবদি সঙ্গে থাকুন ! আপনি যদি নতুন আইফোন ব্যবহারকারী হন বা আইফোনে ভিডিও সম্পাদনা সম্পর্কে উদ্বিগ্ন হন , তবে আপনার সমস্ত উদ্বেগ আজকের এই কনটেন্ট এর সঙ্গে থাকার পর সমাধান হয়ে যাবে।
iMovie ( আই মুভি ) কোথায় পাবেন ? আই মুভি দিয়ে ভিডিও এডিটিং করতে হলে তো আপনার কাছে আই মুভি অ্যাপ বা সফ্টওয়্যার থাকতে হবে তাই না ? চিন্তিত হওয়ার কিছু নেই , আই মুভি একটি ফ্রি অ্যাপলিকেশন যেট দিয়ে আপনি সহজেই ভিডিও এডিটিং করতে পারবেন আপনার আইফোন বা এ্যাপল ডিভাইস দিয়ে।
আপনি যখন নতুন একটি আইফোন বা এ্যাপল আইপড কিনবেন তখন এমনিতেই আপনার ফোনে এটি ইনস্টলড্ থাকবে আপনি শুধু ব্যবহার করবেন এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। তবে যদি কখনও এর ব্যর্তয় ঘটে মানে না থাকে আপনার ফোনে বা ডিভাইসে , তাহলে সেক্ষেত্রে আপনি App Store থেকে সহজেই ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
বিঃ দ্রঃ আপনি যদি একজন এন্ড্রয়েড ডিভাইস ইউজার হয়ে থাকেন , তারপরও আপনার আইমুভি দিয়ে ভিডিও এডিটিং শিখে রাখা দরকার ; কারণ একজন ভিডিও এডিটরের কোথায় কখন কোন সফ্টওয়্যার বা অ্যাপস্ দিয়ে ভিডিও এডিটিং করতে হয় তা বলা দায়। তাই আগে থেকেই শিখে রাখুন।
iMovie ( আই মুভি ) ভিডিও এডিটিং অ্যাপস্ কেনো ব্যবহার করবেন ?
আপনি যদি একজন আইফোন ইউজার হয়ে থাকেন বা অ্যাপল এর ডিভাইস বা ম্যাক এপ্লিকেশন সিস্টেম ব্যবহার কারি হয়ে থাকেন। তাহলে আমি বলব ; আই মুভির চেয়ে সহজলভ্য ও এডিটিং এ সময় বাঁচানোর মতো সফ্টওয়্যার বা অ্যাপলিকেশন আর কিছুই হতে পারেন।
ফ্রি এই সফ্টওয়্যারটি ’ তে আপনি আপনার সুবিধা মতো সহজেই ভিডিও এডিটিং করতে পারবেন। যে কেউ এই অ্যাপটি দিয়ে একবার ভিডিও এডিট করার চেষ্টা করলেই পরবর্তীতে সে আরও পেশাদার ভিডিও এডিটিং করতে পারবেন সহজে।
আপনি একজন প্রফেশনাল ভিডিও এডিটর না হলেও ; আই মুভি ব্যবহারের ফলে , আপনার ভিডিও যিনি দেখবেন বা দর্শকবৃন্দ কোনভাবেই বোঝার উপায় নেই যে আপনি একজন পেশাদার এডিটর কিনা। কারন আইমুভি এমন ভাবে সাজানো যাতে করে আপনার এডিটিং এর ক্ষেত্রে আপনি নতুন হলেও সহজেই আপনার ভিডিওতে আনতে পারেন এর ক্রিয়েটিভিটি বা নতুনত্ব। তাই চোখ বন্ধ করে আপনি এই অ্যাপলিকেশন টি ব্যবহার করতে পারেন।
iMovie ( আই মুভি ) তে কী কী ফিচার্স আছে ? আইমুভি’তে রয়েছে অনেক ফিচার্স যেগুলো দিয়ে আপনি খুবই সহজে আপনার হাতে থাকা মুঠোফোন ( আইফোন ) দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন ; চলুন জেনে নেয়া যাক কী কী ফিচার্স পাবেন এই অ্যাপটি’তে :
Easily Import Media and Videos এডিটিং ডেশবোর্ডে সহজেই ভিডিও বা ফটো ইমপোর্ট করা। যেটা আপনি একবার দেখলেই বুঝে যাবেন।
আইফোনে রয়েছে ট্রেইলার অপশন আপনি চাইলে আপনার ভিডিওর জন্য একটি ট্রেইলর ভিডিও তৈরী করতে পারেন আইমুভি Õ তে দেয়া কিছু ডিফল্ট টেমপ্লেট ব্যবহার করে। লাইক মুভি ও ফিল্ম !
আইমুভি’তে ভিডিও কাটাকাটি করা বা ট্রিমিং করা একদমই সহজ যেটা উপরের ভিডিওতে আমি বিস্তারিত দেখিয়েছি ; আমার ধারনা মতে একজন ১০ / ১২ বছরের বাচ্চাও এই ট্রিমিং সিস্টেম ভিডিও কাটিং করতে পারবেন।
Green
/ Blue Screen (Chroma Key) Editing
অনেকেই ভিডিও তে ব্যাক্গ্রাউন্ড ভালো না থাকায় , শ্যুটিং এর সময় পেছনে গ্রীণ স্ক্রীণ পর্দা বা সবুজ কাপড় দিয়ে ভিডিও শ্যুট করার কথা শুনেছেন বা অনেকেই করেন। আর গ্রীণ স্ক্রীন ভিডিও শ্যুট করে আপনি আইমুভি দিয়ে খুবই সহজে ভিডিওর গ্রীণ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে আপনার পছন্দসই ভিডিও বা ছবি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারেন।
Slow-motion + Fast motion video যারা সিন্যামেটিক ভিডিও এডিট করনে , ভ ø গ বা মিউজিক ভিডিও করেন , তাদের ভিডিওতে অনেক সময় স্লো - মোশন বা ফাস্ট মোশন এর ব্যবহার দরকার হয়। আর এই কাজটিও আপনি খুবই সহজে আইমুভি দিয়ে করতে পারবেন।
Transition
(Animation) Effects & Use Video Fed in/out ট্র্যানজিশন ইফেক্টস্ : দু’টি ভিন্ন ভিডিওর মাঝখানে ট্র্যানজিশন ইফেক্টস্ এর ব্যবহার নতুন কিছু নয়। দু’টি ভিডিওর মাঝখানে মশোন গ্রাফিক্স ট্র্যানজিশন ব্যবহার করে আপনার ভিডিও দর্শকদের কাছে আরও এটেনশন বাড়িয়ে দিতে সক্ষম হয়। আর এই ট্র্যানজিশন ইফেক্টস্ও আপনি আইমুভি দিয়ে ব্যবহার করতে পারবেন। ( এটাও আমি আমার উপরের ভিডিওতে সবিস্তারে বুঝিয়েছি। )
Use
Text / Lower Thirds / Titles on Video
টাইটেল , লোয়ার থার্ড , বা টেক্সট্ এর ব্যবহার ভিডিওতে যেনো একটি নিয়মিত কাজ হয়ে দাড়িয়েছে। আইমুভির ডেশবোর্ডের T বার দিয়েই আপনি সহজে আপনার পছন্দ মতো টাইটেল বা লোয়ার থার্ড টেমপ্লেট চয়েজ করে ব্যবহার করতে পারবেন।
Color Filter, Color
Editing
ভিডিও এডিটিং করতে গেলে কালার এডিটিং যেনো ইচ্ছে না থাকলেও করা হয়। অনেক ক্ষেত্রে ভিডিওর ন্যাচারাল কালারের চেয়ে কালার ফিল্টার এর কালার বেশী দৃষ্টিনন্দন হয়। তাই এই কালার ফিল্টার বা কালার এডিটিং ও এখন বেশ জনপ্রিয়। আর আই মুভি দিয়ে আপনি খুবই সহজে কিছু কালার ফিল্টার টেমপ্লেট ব্যবহার করে আপনার ভিডিওতে দিতে পারেন আরও প্রফেশনাল লুক।
Edit Split Screen
Effects অনেকেই লাইভ ভিডিও বা বিভিন্ন সময় বিভিন্ন কারনে একই স্ক্রীনে মাল্টিপল্ ভিডিও স্ক্রীণ স্প্লিট করে ব্যবহার করতে চান। তাদের জন্য আইমুভি’ তে রয়েছে অসাধারণ ও সহজ পদ্ধতি সহজেই চাইলে স্ক্রীণ স্পি ø ট করে সহজেই এডিটিং করতে পারেন।
Audio
Extract and Editing আইমুভি’তে আপনি অডিও আলাদা করে চাইলে এক ভিডিওতে অন্য মিউজিক ব্যবহার করতে পারেন বা ভয়েস ওভার দিতে পারেন একদম ইজিলী। সাউন্ড কমানো বাড়ানো ? সেতো আপনার ১ আঙ্গুলের খেল।
এবার চলে আসি রেন্ডার বার এক্সপোর্ট এর আলোচনায় :
ভিডিও এডিটিং কমপ্লিট হলে , আপনাকে এক্সপোর্ট সেটিংস্ চিন্তি হওয়ার কিছুই নেই। জাস্ট এডিটিং কমপ্লিট করে Done করে এক্সপোর্ট আইকোন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে আপনার গ্যালারীতে সহজেই সেইভ করতে পারেন।
পরিশেষে বলতে চাই , আইমুভি নাম শুনলে অনেকেই ভয় পান ; ওমা ! আইফোন ? মনে হয় কতো ঝামেলার হবে এডিটিং করা। কিন্তু সত্যি বলতে এর ঠিকই উল্টো এই অ্যাপলিকেশনে ভিডিও এডিটিং করা।
উপরে যে বিষয় বা ফিচার্স গুলো নিয়ে আলোচনা করেছি , তার সবই উপরোল্লিখিত আমার ভিডিওটি দেখে সহজেই শিখে যাবেন একবার দেখেই দেখুন।
ধন্যবাদ ! সময় নিয়ে পড়ার জন্য !!
সাইফুর রহমান আজীম
Visit Our YouTube Channels
Follow Me on Social Media
Join us on Facebook Groups
Our Facebook Pages
Visit My Personal Website
📑 Business Inquiry: techunlimitedbd@gmail.com
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন