এখন মনিটাইজেশন হবে বাংলাদেশ থেকেই! Good News 🎉 for Bangladeshi YouTubers!!
এখন মনিটাইজেশন হবে বাংলাদেশ থেকেই!
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের ইউটিউবারদের কষ্টের ও অক্লান্ত পরিশ্রমের ফসল স্বরূপ ইউটিউব কর্তৃক বাংলাদেশ কে এখন মোনটাইজেশন এরিয়ার আওতায় অন্তর্ভুক্ত করা হলো। যদিও এতোদিন বাংলাদেশীরা ইন্ডিয়া, আমেরিকা বা লন্ডন অথবা অন্য কোন দেশ লোকেশন সিলেক্ট করে মনিটাইজেশন নিতে পারত। তবে ইউটিউবের এই নতুন আপডেট এ নতুন করে বাংলাদেশ, নেপাল ও শ্রীলংকাকে অফিসিয়ালী মনিটাইজেশন লোকেশন এরিয়া হিসেবে এপ্রুভড্ করলো। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন ও ভিডিও শেয়ারিং মাধ্যম ইউটিউব। বিস্তারিত জানতে উপরের ভিডিওটি দেখুন!
- ইউটিউব মনিটাইজেশন কী?
ইউটিউব একটি ভিডিও শেয়ারিয় কোম্পানী, এখানে কেউ আসে তাঁদের প্রতিভা বিকাশ করতে, ব্যবসায়িক প্রচার প্রচারণা করতে, স্মৃতি বিজরিত ভিডিও সংগ্রহ করে রাখতে আমার কেউ আসে প্রফেশন হিসেবে ইউটিউবে ক্যারিয়ার করে ইউটিউব থেকে টাকা আয় করতে।
যাই হোক ভিডিও শেয়ার করে যদি টাকা আয় করে যায় তবে খারাপ কি? আর ইউটিউবে টাকা আয়ের পথ গুলো নিয়ে আমার আরও একটি ভিডিও আছে যেটার লিংক আমি নিচে আপনাদের সাথে শেয়ার করলাম প্রয়োজনে দেখে নিতে পারেন।
উপরের ভিডিওতে আমি ইউটিউব থেকে আয় করার ৫ টি জনপ্রিয় ও কার্যকর মাধ্যম শেয়ার করেছি। যদি আপনার জানা দরকার হয় তাহলে দেখে নিন।
তবে ইউটিউব থেকে আয়ের সব মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো Google AdSense। গুগোল এ্যাডসেন্সের মাধ্যমে টাক আয় মানেই নিশ্চয় আপনি বুঝে গিয়েছেন যে এ্যাডভার্টাইজিং সিস্টেমর মাধ্যমে আপনার চ্যানেলকে মনিটাইজ করে তারপর সেটার উপর গুগলের মাধ্যমে এ্যাড শো করে রেভিনিউ ইনকাম করা।
তবে অ্যাড শো করাতে ইউটিউবের নিয়ম মেনে আপনাকে কিছু Criteria বা মাইলস্টোন ফিলাপ করতে হবে। এসব ফিলাপ করলেই আপনি মনিটাইজেশন এর জন্য আবেদন করতে পারবেন। চলুন তাহলে জেনে নেয়া যাক কখন আপনি ইউটিউব মনিটাইজেশন পাবেন?
- কখন ইউটিউব মনিটাইজেশন পাবেন?
একটি ইউটিউব চ্যানেল খোলার পর আপনাকে কনটেন্ট বা ভিডিও আপলোড করতে হবে। তবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইউটিউবের নিয়ম কানুন মেনে ও কপিরাইট পলিসির দিকে খেয়াল রেখে ভিডিও আপলোড করতে হবে।
তারপর যখন আপনার চ্যানেলে লাস্ট ১২ মাসের মধ্যে ১ হাজার সাবস্ক্রাইবার ও ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম (৪ হাজার ঘন্টা আপনার সব ভিডিওগুলো মিলে মানুষ দেখেছে) হবে তখন আপনি মনিটাইজেশ এর জন্য ইউটিউব পার্টনার প্রোগ্রামের এপ্রুভাল পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।
আবেদন করার পর ইউটিউব আপনার চ্যানেল পর্যবেক্ষণ করবে। তারপর দেখবে যদি আপনার চ্যানেল ইউটিউব এর নিয়ম কানুন মেনে সব করে থাকে এবং আপনার ভিডিওগুলো এ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি হয় তাহলে আপনাকে একটি ইমেইলের মাধ্যমে জানানো হবে যে আপনার মনেটাইজেশন বা ইউটিউব পার্টনার প্রোগ্রামের আবেদনটি একসেপ্ট করা হয়েছে এখন আপনি আপনার ভিডিও মনিটাইজ করে সেখান থেকে রেভিনিউ আর্ন করতে পারবেন।
- ইউটিউব মনিটাইজেশন পেতে কী কী লাগে?
উপরে বিস্তারিত বলেছি এখানে তাও শর্ট করে বলছি, ইউটিউব মনিটাইজেশন পেতে আপনার চ্যানেলে ১ হাজার সাবস্ক্রাইবার ও ৪ হাজার ঘন্টা ভিডিওর ওয়াচটাইম বিগত ১২ মাসের মধ্যে থাকতে হবে। তাহলে আপনি ইউটিউব মনিটাইজেশন পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।
- বাংলাদেশ লোকেশন সিলেকশন করে
এতদিন বাংলাদেশী কনটেন্ট ক্রিয়েটরগণ বা ভিডিও নির্মাতারা মনিটাইজেশন পাওয়ার জন্য তাঁদের ইউটিউব চ্যানেলে লোকেশন ইন্ডিয়া বা ইউএসএ দিয়ে আবেদন করতে হতো। তবে নতুন আপডেট চলে এসেছে (যেটার ইউটিউব ক্রিয়ের ইন্সাইডার এর অফিসিয়াল এনাউন্সমেন্ট এর ভিডিও নিচে উল্লেখ করা হলো) এখন বাংলাদেশ সিলেক্ট করেই আপনি ইউটিউব মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন।
- বাংলাদেশ লোকেশন মনিটাইজেশন এপ্রুভ হওয়ার ফলে
বাংলাদেশ লোকেশন সিলেক্ট করে অফিসিয়ালী মনিটাইজেশন নিতে পারার ফলে, আমরা ইউটিউবে বাংলাদেশী ইউটিউবার হিসেবে আরও কয়েকধাপ এগিয়ে থাকব। আর্ন্তর্জাতিক সব আপডেট গুলো এখন আর দেরিতে নয় দ্রুতই বাংলাদেশে আপডে হয়ে যাবে বিশ্বোর সাথে তাল মিলিয়ে। রেভিনিউ ইনক্রিজ হওয়ার পসিবিলিটি আছে। ইন্ডিয়ার মতো বাংলাদেশেও ইউটিউবের অফিস স্থাপন করা হতে পারে যেটা বাংলাদেশী ইউটিউবারদের স্বপ্ন বলা চলে। আরও অনেক কিছু।
- বাংলাদেশে ইউটিউবের ভবিষ্যৎ
পরিশেষে বলতে চাই বাংলার নওজোয়ান ছেলেরা ৭১’র যুদ্ধে বিজয় দিয়ে পৃথিবীকে আঙ্গুল তুলে দেখিয়েছে আমরা কি পারি। সেই ৭১ এর চেতনা বুকে নিয়ে একদিন সারা পৃথিবী জয় করবে বাংলাদেশের পথচলা। ইউটিউবে বাংলাদেশের মানচিত্রের অফিসিয়াল অঙ্কন যেনো এরই বার্তা বয়ে আনলো।
আমরা যদি আরও ভালো ভালো কনটেন্ট তৈরী করতে পারি তবে আরও অনেক দুরদর্শী সফলতা আমাদের জন্য অপেক্ষা করছে।
সুতরাং বাংলাদেশে ইউটিউবের ভবিষ্যৎ আরও উজ্জল হবে নিঃসন্দেহে তবে সেজন্যে প্রতিটি ইউটিউবারের উচিৎ সমাজ বিদ্ধংসি কনটেন্ট তৈরী না করে; পৃথিবীর অন্যান্য দেশগুলোর মতো বিশ্বকে আরও ভালো ভালো কনটেন্ট দিয়ে দেশের নাম ভার্চুয়াল জগতে অনন্য করা।
স্বপ্নবাজ সকল ইউটিউবারদের জন্য শুভকামনা রইল।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন