কীভাবে ইউটিউব স্টুডিও মোবাইল অ্যাপ ব্যবহার করবেন? YouTube Studio Mobile App
How to Use YouTube Studio Mobile App 2021-হাতের মুঠোয় সবকিছু!
ইউটিউব স্টুডিও মোবাইল অ্যাপ, সাধারণ ইউটিউব ভিডিও দেখার অ্যাপ থেকে একটু ভিন্নভাবে ক্রিয়েটরদের জন্য সাজানো হয়েছে। প্রতিটি ইউটিউবারের সময়কে মূল্যায়ন করেই এই অ্যাপের উৎপত্তি করেছে ইউটিউব। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে উপরে সংযুক্ত পুরো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
উক্ত ভিডিওতে আপনি জানতে পারবেন, কিভাবে আপনি ইউটিউব স্টুডিও মোবাইল অ্যাপটির সেরা ব্যবহার করতে পারবেন। এই অ্যাপ টাইটেল, ট্যাগ ডেসক্রিপশন, থাম্বনেইল সহ ভিডিওর অন্যান্য বিষয়দি কিভাবে সম্পাদনা করতে পারেন এবং চ্যানেল অ্যানালাইটিক্স এর পাশাপাশি অ্যাপে থাকা বিশেষ কিছু সেটিংস্ এর গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব যেগুলো আপনাকে ইউটিউব অ্যাপ ব্যবহারের পাশাপাশি অ্যাপের সাহায্যেই চ্যানেল গ্রো করার কিছু নিপূণ তথ্য সরবরাহ করবে। তাহলে চলুন এবার জেনে নেয়া যাক ইউটিউব স্টুডিও মোবাইল অ্যাপ সম্পর্কে।
ইউটিউব স্টুডিও মোবাইল অ্যাপ কী?
ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন (YT Studio Mobile App) আইওএস এবং অ্যান্ড্রয়েডের একটি অফিশিয়াল ইউটিউব অ্যাপ্লিকেশন। এটি আপনাকে আপনার মোবাইল ডিভাইসে কিছু ইউটিউব অ্যানালিটিকাস এবং ফাংশন নিরীক্ষণ ও পরিচালনা করতে সহায়তা করে।
ইউটিউব স্টুডিও মোবাইল অ্যাপ কেন ব্যবহার করবেন?
অফিসিয়াল ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি আপনার ইউটিউব চ্যানেলগুলো মেইনটেইন করতে দ্রুত এবং সহজ করে তোলে। আপনার সর্বশেষ অ্যানালাইটক্স, কমেন্টর প্রতিক্রিয়া বা রিপ্লািই, আপনার ভিডিও থাম্বনেইল ফটো বসানো বা পরিবর্তন করা এবং ভিডিও ম্যাটাডেটার যেকোন কিছু আপডেট করা এবং বিজ্ঞপ্তিগুলির মনেটাইজ অন অফ করা সহ যে কোনও জায়গা থেকে আপনি আপনার চ্যানেলের সর্বপরি ডেশবোর্ড কার্যক্রম পরিচালনা করার জন্য সংযুক্ত থাকতে পারেন। যেটা আপনার চ্যানেলকে আরও দ্রুত এগিয়ে নিতে সহায়ক হবে।
আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ব্যাপারগুলো সব সময়ই আপনাকে আপডেটেড রাখতে হবে; তাই অ্যাজ অ্যা ইউটিউবার এই অ্যাপটি আপনার অবশ্যই নিত্যদিনের সঙ্গি হওয়া উচিৎ।
ইউটিউব স্টুডিও মোবাইল অ্যাপ এর কাজ কী? ও কি কি ফিচার্স সমৃদ্ধ?
ইউটিউব স্টুডিও অ্যাপ আপনাকে সহায়তা করে:
- আপনার প্রাথমিক ইউটিউব বিশ্লেষণগুলি পর্যবেক্ষণ করা, যেমন লাইক ভিডিও এবং অডিয়েন্স রিটেনশন।
- সহজে ব্যবহারযোগ্য অ্যানালিটিকাসহ চ্যানেল এবং ভিডিও কার্যকারিতা পর্যবেক্ষণ করা।
- কমেন্টের উত্তর দেয়া, রিয়েক্ট করা এবং কমেন্ট সেকশন পরিচালনা করা।
- আপনার চ্যানেলে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে নোটিফিকেশন পাওয়া।
- ডেসক্রিপশন, টাইটেল, কাস্টম থাম্বনেইল এর ফটো এবং মনিটাইজেশন সেটিংস সহ ভিডিও সকল ডিটেইলস্ আপডেট করা।
- প্লেলিস্ট পরিচালনা করুন।
- আপনার অ্যাকাউন্ট প্রোফাইল ছবি তৈরি এবং আপডেট করুন।
- ভয়েস অনুসন্ধান করা ইত্যাদি।
ইউটিউব স্টুডিও মোবাইল অ্যাপ কিভাবে ব্যবহার করবেন?
ইউটিউব স্টুডিও মোবাইল অ্যাপ ব্যবহার নিয়েই আমাদের এই (নিচের) ভিডিওটি, খুব সুন্দর ও সহজ ভাবে দেখানো হয়েছে; কিভাবে আপনি এটির সেরা ব্যবহার করবেন ও ২ টি স্পেশাল টিপ্স শেয়ার করেছি যেটা আপনার চ্যানেলের ভিউজ অনেক গুন বাড়িয়ে দেবে।
আশা করছি আমাদের এই পোস্ট ও ভিডিও থেকে আপনি ইউটিউব স্টুডিও মোবাইল অ্যাপ সম্পর্কে পরিপূর্ণ জানতে পেরেছন। যদি এই পোস্ট বা ভিডিও আপনার এতটুকু উপকারে এসে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব ও ভিডিও ম্যাকিং গাইডলাইন সম্পর্কে আরও দারুন দারুন সব ভিডিও কনটেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন